২৬তম পর্ব – একটি সুন্নাহকে বাঁচাবো বলে – দু‘আ কবুল হচ্ছে না? – শায়খ আতিক উল্লাহ


দু‘আ কবুল হচ্ছে না?

এত দু‘আ করি, কবুল কেন হয় না! সুন্নাত তরীকায় দু‘আ করলে, কবুল হওয়ার আশ্বাস দিয়েছেন নবীজি! দু‘আ করার সুন্নাত তরীকা কী?

ক্ষীণ একটা ধারনা থাকলেও থাকতে পারে কারো কারো মনে: দু‘আটা নামায-রোযার মতো এবাদত নয়। জ্বি না, দু‘আ নিজেই স্বয়ংসম্পূর্ণ একটা এবাদত। হাত তুলে বা না তুলে আল্লাহর কাছে যে নিজের চাহিদার কথা বলছি, আমি মূলত এবাদত করছি।

দু‘আই ইবাদত (তিরমিযী)

আল্লাহ তা‘আলা বলেছেন: তোমরা আমার কাছে দু‘আ করো। আমি কবুল করবো (গাফির:৬০)।

দু‘আ কবুল হওয়ার অনেক শর্ত আছে। সময় আছে। আদব আছে। আমরা গুরুত্বপূর্ণ একটা আদব বলেই শেষ করবো। ফাদালাহ বিন ওবাইদ রা. বলেছেন:
-নবীজি বসে আছেন। এক লোক এসে নামায পড়লো। তারপর বললো:
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي
হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন। দয়া করুন!
নবীজি বলে উঠলেন:
-হে মুসল্লি! বড় তাড়াহুড়া করে ফেলেছ! তুমি যখন নামায পড়া শেষ করবে, আল্লাহর উপযুক্ত প্রশংসা করবে তারপর আমার প্রতি দুরূদ পাঠ করবে তারপর যা দু‘আ করার করবে।
একটু পর আরেক লোক এসে নামায পড়লো। আল্লাহর প্রশংসা করলো। নবীজির প্রতি দুরূদ পাঠ করলো। তখন নবীজি বলে উঠলেন:
-হে মুসল্লি! তুমি এবার দু‘আ করতে পারো। কবুল করা হবে! (তিরমিযী)।

এই সুন্নাত আদায় করতে হলে একটু সময় বের করতে হবে। সামান্য হলেও চলবে। দু‘আর আগে সূরা ফাতিহা বা সংক্ষেপে ‘আলহামদুলিল্লাহ’ এবং দরুদ পাঠ করতে হবে। তারপর দু‘আ করতে হবে। এভাবে সুন্নাত তরীকায় দু‘আ করলে, কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়!