মাওলানা আবুল হাসান আলী নদভী
আমরা জানি, এই সামান্য একটি কালিমাই তো এক সময় গর্দান বিসর্জন দেয়ার মত শক্তি রাখতো! এই কালিমাই তো এক সময় আল্লাহর পথে সন্তান-সন্ততি অকাতরে বিলিয়ে দেবার হিম্মত ও মনোবল রাখতো। এই কালিমা এক সময় স্বীয় মাতৃভূমি ছাড়ার শক্তি যোগাত, ফাঁসির মঞ্চে তুলে ধরতো তার বাহককে অকুন্ঠচিত্তে। আর আজ! আজ সেই কালিমা সামান্য শীতের মৌসুমে নামাযের জন্য গরম বিছানা থেকে তুলে আনতে পারেনা। যে কালিমা সারা জীবনের অকৃত্রিম বন্ধু শরাবকে শরীয়তের একটি নির্দেশের ইশারায় মুহূর্তে দূরে সরিয়ে দিয়েছে,পরিনত করেছে শত্রুতে, আর আজ একান্ত প্রয়োজনের ক্ষেত্রে এই কালিমা আপনাকে আপনার একটি সামান্য শখের আয়োজন থেকেও সরিয়ে আনতে পারেনা।
মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কি ক্ষতি হলো
গ্রন্থকার রহঃ বইটিতে ইসলামের পূর্বাবস্থা থেকেত বর্তমানকাল পর্যন্ত নিখুঁতভাবে উল্লেখ করেছেন। তিনি মুসলিম জাতির উত্থান -পতন বর্ণনা করেই ক্ষান্ত হননি। মুসলমানরা কিভাবে পুনরাম বিশ্বনিয়ন্তা লাভ করতে পারে তা খুব নিখুঁতভাবে বাতিয়ে দিয়েছেন। এই বই শুধু একটি বই-ই নয় বরং চৌদ্দশত বছরের জীবন্ত ইতিহাস। যা সাড়া জাগিয়েছিল প্রাচ্য-প্রাশ্চাত্যের প্রতিটি কোণে।
ডাউনলোড → অনুবাদঃ আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী
ডাউনলোড → অনুবাদঃ আবু তাহের মেছবাহ
নবীয়ে রহমত
বইটিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের জন্মের আগের পৃথিবী ও পটভূমি খুব সুন্দর ও বিস্তারিত ভাবে ফুটিয়ে তুলেছেন যাতে আমরা তাঁর (সাল্লাল্লাহু আলাইহিসসালাম) জীবনীর প্রকৃত অবস্থা অনুধাবন করতে পারি। হিজরতের বর্ণনার সময় উনি ইয়াসরিব, আওস ও খাজরাজ গোত্রের ইতিহাস বিস্তারিত বর্ণনা করেছেন। এরপর পারস্য/রোম/মিশর/আবিসিনিয়া ইত্যাদির শাসকদের কাছে চিঠি পাঠানোর ঘটনা বর্ণনা করার সময় উনি সেসব রাজত্বেরও বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যা সীরাত কে বোঝার জন্য খুবই সহজ করেছে। মনে রাখতে হবে বইয়ের লেখক শুধুমাত্র একজন আলিম নন বরং একজন ঐতিহাসিকও বটে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের জীবনের অন্যন্য অংশ মোটামুটি সংক্ষেপে বর্ণনা করলেও তাঁর বিদায় হজ্ব ও মৃত্যুর বর্ণনা অত্যন্ত বিস্তারিত ভাবে তুলে এনেছেন। সাধারণত অন্য সীরাত গ্রন্থে এ দুই বিষয় সংক্ষিপ্ত ভাবে দেয়া থাকে। বইটি উনি শেষ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামের পরিবারিক ও চারিত্রিক বর্ণনা দিয়ে।
জীবন পথের পাথেয়
যারা বইটি সম্পর্কে খ্যাতিমান সাহিত্যিক মাওলানা আবু তাহের মিছবাহ বলেন, “আমার ছাত্রজীবনের শেষদিকে বইটি যেদিন হাতে এলো এবং পড়ার সৌভাগ্য হলো সেদিনকার অনুভূতি প্রকাশ করার সাধ্য আমার নেই। মনে হলো, দৃষ্টির সামনে চিন্তার নতুন দিগন্ত উন্মোচিত হলো। অজানা বহু রহস্য উদ্ঘাটিত হলো। আমি যেন আমার আত্মপরিচয় আবিষ্কার করলাম এবং জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য খুঁজে পেলাম। আফসোস হলো যে, এতদিন কেন এ সম্পদের সন্ধান পেলাম না! আরো আগে কেন এ পাথেয় আমার হাতে এলো না!”
সাত যুবকের গল্প
যারা নতুনভাবে ইসলামের পথে আসছেন, এখনও ইসলামে অভ্যস্ত হয়ে উঠেননি, অথবা অন্য কোনো ধর্মের কেউ; যিনি ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী অথবা পুরোদস্তুর মাদরাসা পড়ুয়া – বইটি সবার জন্য, বিশেষত যারা ইসলামে চলতে বাধাবিপত্তির মুখে পড়ছেন, কিংবা পাপ থেকে বাঁচতে চাচ্ছেন, কিন্তু উৎসাহ কিংবা প্রেরণার অভাবে পারছেন না।
মধ্যপ্রাচ্যের ডায়েরি
হজরত আলি নদভী ১৯৫১ সালে দ্বীনের দাওয়াত নিয়ে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, মিসর, সুদান, সিরিয়া, ইয়েমেনসহ বেশ কটি দেশ সফর করেন। ‘শরকে আওসত কি ডায়েরি’ শিরোনামে সেসব দিনের কথা লিপিবদ্ধ করেন। সেটা বই আকারে প্রকাশ হয়। এটা সেই বইয়েরই অনুবাদ।
তৎকালীন মধ্যপ্রাচ্যের সামাজিক চিত্র, রাজনৈতিক অবস্থা উঠে আসার পাশাপাশি সেখানকার দীনী ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিখ্যাত স্থানেরও আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মিসরের। সেখানকার ইসলামি পরিবেশ, ইসলামি নেতৃবৃন্দ, আল আজহার বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শায়খদের সঙ্গে সাক্ষাৎ, পত্রিকা ও সেমিনার ইত্যাদি সম্পর্কে অনেক লম্বা স্মৃতিচারণ করেছেন। এছাড়া সিরিয়া, সুদান এবং ইয়েমেনেরও অনেক কথা নিয়ে এসেছেন। সেখানকার স্বাভাবিক এবং কিছু অস্বাভাবিক অবস্থাও তুলে ধরেছেন।
অন্যান্য বই
• আল্লাহর পথের ঠিকানা
• আলোর রাজপথ
• ভারতবর্ষে মুসলমানদের অবদান
• বিধ্বস্ত মানবতা
• হায়াতে শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া রহঃ
• পথের পাড়ের পরশ পাথর – হযরত মাওলানা ইলিয়াস (রহঃ) জীবন কাহিনী
• ঈমান যখন জাগলো
• ঈমানের দাবী
• ইসলামী রেঁনেসার অগ্রপথিক
• নতুন দাওয়াত
• নতুন তুফান ও তার প্রতিরোধ
• নয়া খুন
• প্রাচ্যের উপহার
• তাজা ঈমানের ডাক
• তারুণ্যের প্রতি হৃদয়ের তপ্ত আহ্বান
• ওলি আল্লাহদের মা
• সংগ্রামী সাধকদের ইতিহাস – ২য় খন্ড, ৫ম খন্ড
• আরব জাতি ইসলামের পূর্বে ও পরে
• মুসলিম বিশ্বে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব
• রিসালাতে মুহাম্মদী ও বর্তমানে পশ্চিমা বিশ্ব
• হযরত আলী রা. জীবন ও খেলাফত
• ধর্ম ও কৃষ্টি
• কাবুল থেকে আম্মান
• ইসলাম ধর্ম – সমাজ – সংস্কৃতি
• হযরত খাজা নিযামুদ্দীন আওলিয়া
• সহজ কাসাসুন নাবিয়্যীন – ২য় খন্ড
• উলামা তলাবা – ১ম খন্ড
• কাদিয়ানীদের স্বরূপ
শেয়ার করুনঃ
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to print (Opens in new window)