اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ ۖ الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ ۖ الزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِن شَجَرَةٍ مُّبَارَكَةٍ زَيْتُونَةٍ لَّا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ يَكَادُ زَيْتُهَا يُضِيءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ ۚ نُّورٌ عَلَىٰ نُورٍ ۗ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَن يَشَاءُ ۚ وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ ۗ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি, তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি দীপাধার, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তাতে পুতঃপবিত্র যয়তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তাঁর জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। সূরা নূরঃ আয়াত ৩৫
আক্বিদাতুত তাহাবী – ইমাম তাহাবী
আল আকীদা আত-তাহাবিয়া : প্রখ্যাত মুহাদ্দিস, আল্লামা আবু জাফর আহমদ বিন মুহাম্মদ বিন সালামা আল-ইযদী আত-তাহাবী (মৃতু ৩২১ হিজরী) কর্তৃক সংকলিত আহলে সুন্নাত ওয়াল জাসাআতের আকীদা সমগ্রের সারসংক্ষেপ এ বইটি সকল মাজহাবের অনুসারী আহলে সুন্নাহর সকল ইমাম ও আলেমদের নিকট সমাদৃত হয়েছে সমানভাবে। আরবিসহ বহু ভাষায় এর তর্জমা ও ব্যাখ্যা লেখা হয়েছে।
ঈমান সবার আগে – মাওলানা আব্দুল মালেক
অত্যন্ত পরিষ্কার ভাষায় লেখক বইয়ের ভিতরে ঈমান,নিফাক,কুফর,ইরতাদ,তাগুত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন। বইটিতে প্রচুর কুরআনের আয়াতের সমাবেশ লক্ষ্য করার মত। প্রত্যেকটি পয়েন্টের উপর আলোচনা করতে গিয়ে কুরআনের দলীল নিয়ে এসেছেন। যা বইটিকে করেছে আরো নির্ভরযোগ্য।
কিতাবুল ঈমান – মুফতী মনসূরুল হক
হামদ ও সালাতের পর, আল্লাহ তা‘আলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে সমগ্র বিশ্ব জগতকে তাদের সেবায় নিয়োজিত করেছেন। মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে, ইবাদত করা। এই ইবাদত তথা সহীহ ঈমান ও নেক আমলের মধ্যেই মানুষের শান্তি ও কল্যাণ নিহিত। আর বিরুদ্ধাচরণের পরিণতিতে বেইজ্জতি, ধ্বংস ও জাহান্নাম অনিবার্য। মানব সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ তা‘আলা নিজ পরিচয় ও কুদরতের বর্ণনা দিয়ে তাদের থেকে নিজের প্রভুত্বের স্বীকারোক্তিমূলক অঙ্গীকার নেয়ার পর দুনিয়াতে তা পূনরায় স্মরণ করিয়ে দেয়ার জন্য যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্যা নবী, রাসূল ও পয়গাম্বর(আ)। সকল পয়গাম্বরের মৌলিক শিক্ষা ছিল এক ও অভিন্ন। তাঁরা সকলেই এক আল্লাহর প্রতি ও হাশর-নাশরের প্রতি ঈমান এবং নেক আমল ইত্যাদি বিষয়ে দাওয়াত দিয়েছেন।
ঈমান ও আমল উভয়টা মানুষের ইখতিয়ারভূক্ত বিষয়। সুতরাং, মেহনত-মুজাহাদা ও কষ্ট-সাধনার মাধ্যমে উক্ত মহামূল্যবান দু’টি বিষয়কে পরিপূর্ণভাবে লাভ করা এবং তা খুব মজবুত ও দৃঢ় করা প্রত্যেক মুসলমানের জন্যে অপরিহার্য।
উল্লেখ্য যে, আমলের চেয়ে ঈমানের গুরুত্ব অনেক বেশি। কারণ, শুধু সহীহ ঈমান দ্বারাও জান্নাত লাভ হবে (যদিও তা প্রথম অবস্থায় না হোক), কিন্তু সহীহ ঈমান ব্যতীত হাজারো আমল একেবারেই মূল্যহীন। যথার্থ ঈমান ব্যতীত শুধু আমল দ্বারা নাজাত পাওয়ার কোন সুরত নেই।
দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে চরম ফিতনার যুগে অনেক মানুষ সকালে মু‘মিন থাকলেও বিকালে ঈমানহারা হচ্ছে, আবার কেউ বিকালে মু‘মিন থাকলেও সকালে নষ্ট করে ফেলেছে। কিন্তু মানুষের ঈমান-আকীদা সংরক্ষণের জন্য যথার্থ ব্যবস্থা সমাজে নেই। অথচ বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ হওয়ার দরুন এতদসম্পর্কিত অধিকসংখ্যক কিতাবপত্র রচনা ও আলোচনা-পর্যালোচনা অব্যাহত থাকা ছিল একান্ত জরুরী।
ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ – মাওলানা হেমায়েত উদ্দীন
ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ বইটি দুই ভাগে সমাপ্ত ৷ প্রথম ভাগে আকাইদ ও তার আনুসাঙ্গিক শাস্ত্র — ইলমে কালাম সম্বন্ধে এবং দ্বিতীয় খণ্ডে বাতিল ফিরকা বা ভ্রান্ত মতবাদ সম্বন্ধে আলোচনা – পর্যালোচনা পেশ করা হয়েছে৷
এ গ্রন্থের বিষয়বস্তু –
১। ইসলামের যাবতীয় সহীহ আকীদা- বিশ্বাস সম্বন্ধে বিস্তারিত বিবরণ রয়েছে ৷
২। আধুনিক যুগে সৃষ্ট যে সব বিষয়ের আকীদা সম্বন্ধে প্রাচীন আকাইদের কিতাবে বিবরণ পাওয়া যায় না, এই বইয়ে সেসব বিষয়ের আকীদার বিবরণ সন্নিবেশিত করা হয়েছে ৷
৩। আকাইদ বিষয়ক আলোচনা ইলমে কালামের অন্তর্ভুক্ত হওয়ায় ইলমে কালাম সম্পর্কে প্রাসঈিক কিছু তথ্য তুলে ধরা হয়েছে ৷
৪। দেশী- বিদেশী ও নতুন – পুরাতন সব ধরনের প্রসিদ্ধ বাতিল ফিরকার আকীদা – বিশ্বাস ও চিন্তাধারা সম্পর্কে আলোচনা পূর্বক কুরআন – হাদীসের আলোকে তার খণ্ডন পেশ করা হয়েছে ৷
৫। রাজনৈতিক, অর্থনৈতিক, দার্শনিক, বৈজ্ঞানিক ও আধ্যাত্নিক সব ধরনের বাতিল আকীদা ও মতবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে ৷
৬। দেশীয় বিভিন্ন বাতিল এবং ভণ্ড পীরের ভ্রান্ত মতবাদ ও ধ্যান – ধারণা সম্বন্ধে আলোচনা করা হয়েছে ৷
৭। ইয়াহুদী, খৃষ্টান, বৌদ্ধ, হিন্দু, জৈন, শিখ প্রভৃতি বিভিন্ন ধর্ম ও ধর্মীয় গ্রন্ত সম্বন্ধে পর্যালোচনা ও তুলনামূলক আলোচনা – পর্যালোচনা পেশ করা হয়েছে ৷
৮। বর্ণনাভংগি ভাষার সমাহার ও সাহিত্যের ঝঙ্কার থেকে মুক্ত সহজ এবং সাবলীল রাখা হয়েছে ৷ যাতে পাঠকদের মেধা ভাষা ও সাহিত্যের বেড়াজালে পড়ে মূল তথ্য – উপাত্য থেকে বিচ্যুতি হয়ে না পড়ে ৷
অন্যান্য বই
• আত-তাওকিদ – শায়খ সুলাইমান আল উলওয়ান
• তকদীর কি? – মাওলানা আশরাফ আলী থানভী
• কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামি আকীদা – শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর
• ওরা কাফের কেন – আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী
• বন্ধুত্ব এবং শত্রুতা – শায়খ আতিয়াতুল্লাহ
• আল্লাহর উপর ভরসা – মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ
• তাওহীদ আল-আ’মালি – শায়খ আব্দুল্লাহ আযযাম
• ইতিহাসের কাঠগড়ায় হযরত মো’আবিয়া রা. – মাওলানা তকী উসমানী
শেয়ার করুনঃ
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to print (Opens in new window)