রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরি জীবনকালকে দুইটি অংশে বিভক্ত করা যায়; কাজকর্মের ধারা-প্রক্রিয়া এবং সাফল্য। সাফল্যের প্রেক্ষাপটে বিবেচনা করলে দেখা যাবে যে, এর এক অংশ থেকে অন্য অংশ ছিলো ভিন্নধর্মী এবং ভিন্নতর বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যময়। অংশ দুটি হচ্ছে যথাক্রমে :
১. মক্কায় অবস্থানকাল প্রায় তেরো বছর।
২. মদিনায় অবস্থানকাল দশ বছর।
তারপর মক্কি ও মাদানি—উভয় জীবনকাল বৈশিষ্ট্য ও কর্ম-প্রক্রিয়ার ব্যাপার ছিলো স্তর-ক্রমিক এবং ভিন্নধর্মী। তাঁর পয়গম্বরি জীবনের উভয় অংশ পর্যালোচনা এবং পরীক্ষা করলে আনুক্রমিক স্তরগুলো সমীক্ষা করে দেখা বহুলাংশে সহজতর হয়ে উঠবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা-অববস্থান কাল এবং কর্মপ্রক্রিয়াকে তিনটি আনুক্রমিক স্তরে বিভক্ত করে নিয়ে আলোচনা করা যেতে পারে, সেগুলো হচ্ছে :
১. সর্ব সাধারণের অবগতির অন্তরালে গোপন দাওয়াতি কর্মকাণ্ডের স্তর (তিন বছর)।
২. মক্কাবাসীগণের নিকট প্রকাশ্য দাওয়াত ও তাবলিগি কাজের স্তর (৪র্থ বছর থেকে ১০ম বছরের শেষ নাগাদ)।
৩. মক্কার বাইরে ইসলামের দাওয়াত গ্রহণ ও বিস্তৃতির স্তর (১০ম নুবুওতি বর্ষের শেষ ভাগ হতে হিজরত পর্যন্ত)।