৩৬তম পর্ব – একটি সুন্নাহকে বাঁচাবো বলে – লাইলাতুল কদর – শায়খ আতিক উল্লাহ


লাইলাতুল কদর

বছরের সব দিন এক নয়। কিছু কিছু দিনকে আল্লাহ তা‘আলা অন্য দিনের তুলনায় বেশি সম্মান দান করেছেন। লাইলাতুল কদরও তেমনি এক রাত:
লাইলাতুল কাদর হাজার রাতের চেয়েও উত্তম (সূরাতুল কদর: ৩)।

আমরা সারা বছরই আল্লাহর ইবাদত করবো। তবে শবে কদরে অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করা সুন্নাত। শুধু তাই নয়, এই রাতের অনুসন্ধান করাও আলাদা সুন্নত:
তোমরা রামাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদরকে খোঁজ! (বোখারী)

এই রাতটা নামায পড়ে কাটানোই সুন্নত। অন্য ইবাদতও করা যাবে:
= যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে, সওয়াব পাওয়ার আশায় দাঁড়াবে (নামায আদায় করবে), তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে।

এই রাতে আমরা বেশি বেশি তাহাজ্জুদ পড়বো। বেশি বেশি কুরআন তিলাওয়াত করবো। এ-রাতেই কুরআন নাযিল হয়েছে!