আল মুতাযদ বিল্লাহ আবুল ফাতাহ

আল মুতাযদ বিল্লাহ আবুল ফাতাহ আবু বকর বিন আল মুসতাকফী তার ভাইয়ের মৃত্যুর পর ৭৫৩ হিজরিতে লোকেরা জ্ঞানীদের সাথে মিত্রতার সম্পর্ক স্থাপনের জন্য তার হাতে বাইয়াত হয়।

তিনি ৭৬৩ হিজরির জমাদিউল উলা মাসে ইন্তেকাল করেন।

৭৫৫ হিজরিতে সুলতান সালিহ অপসারিত হলে আন নসর হাসান সুলতান মনোনীত হয়।

৭৫৬ হিজরিতে নতুন পয়সা বাজারে ছাড়া হয়। ২৪ টি পয়সা এক দিরহামের সমান ওজন হয়। আগে এক দিরহামে দেড় রিতিল প্যসা হতো।

৭৬৬ হিজরিতে আন নসর হাসান নিহত হওয়ায় তার ভাতিজা মুহাম্মাদ বিন মুযাফফর আল মানসুর উপাধি নিয়ে ক্ষমতার শীর্ষে আরোহণ করে।

আল মুতাযদের যুগে যেসব ওলামা ইন্তেকাল করেছেন তারা হলেন – সিরিয়ার বিচারপতি শায়খ তাকিউদ্দিন সবুকী, সামীন, বাহা বিন আকীল, সালাহুল আলাযী, জামাল বিন হিশাম, হাফেজ মোগলতাঈ (বিশিষ্ট সিরাত গবেষক), আবু উমামা বিন নাকাস প্রমুখ।