তৃতীয় হিজরিতে নবীজি

দাসুর ইবনে হারেস মোহারিবি নামক এক ব্যক্তি ৪৫০ জন সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতে আসছে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিহত করার জন্য এগিয়ে এলে তারা পাহাড়ের আড়ালে লুকিয়ে আশ্রয় নেয়। এ সময় একটি ঘটনা ঘটে। শত্রু পলায়ন করেছে ভেবে রাসূল নিশ্চিন্ত মনে ময়দানে ঘুমিয়ে ছিলেন। দাসুর দূর থেকে এ দৃশ্য লক্ষ করে নবীজির মাথার সামনে এসে তরবারি নিয়ে দাঁড়ায় এবং চেঁচিয়ে জিগেশ করে,‘এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে?’নবীজি নিষ্কম্প কণ্ঠে উত্তর দেন,‘আল্লাহ।’নবীজির এই উত্তর দাসুরের মনে ভয় ধরিয়ে দেয়। তার হাত থেকে তরবারি খসে পড়ে। এবার রাসূল তরবারি হাতে নিয়ে পাল্টা প্রশ্ন করলে সে নিথর দাঁড়িয়েথাকে। তার এই অবস্থা রাসূলের মনে মায়া জাগায়। তিনি দাসুরকে ক্ষমা করে দেন। কিন্তু এই ঘটনার প্রতিক্রিয়া দাসুরকে এতটাই আচ্ছন্ন করেছিলো, দাসুর একাই শুধু ঈমান আনলেন না; তার পুরো গোত্রে তিনি ইসলামের প্রচারক বনে যান। যদিও এই রণপ্রস্তুতি যুদ্ধ পর্যন্ত গড়ায়নি, তবু এটি গাজওয়া হিসেবে বিবেচিত; এই গাজওয়ার নাম গাতফান।

এ বছর নবীজি হযরত হাফসা ও যায়নাব রাযিয়াল্লাহু আনহুমাকে বিবাহ করেন।

তথ্যসূত্র :আর-রাহিকুল মাখতুম, সফিউর রহমান মোবারকপুরি;সিরাতে খাতামুল আম্বিয়া, মুফতি শফি।