৫৬তম পর্ব – একটি সুন্নাহকে বাঁচাবো বলে – সিজদায়ে শোকর – শায়খ আতিক উল্লাহ


সিজদায়ে শোকর

সেঞ্চুরি হাঁকিয়ে সিজদায়ে শোকর দেয়া যাবে কি না, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে! তবে আনন্দজনক সংবাদ লাভ করার পর, সাফল্য লাভের পর, সংকট বা রোগমুক্তির পর, পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সিজদায়ে শোকর দেয়া যে সুন্নাত, সেটা আমাদের মনে থাকে না।
وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ
তোমাদের কাছে যে নেয়ামত আসে, সেটা মূলত আল্লাহর পক্ষ থেকেই আসে (নাহল: ৫৩)।

আল্লাহ নেয়ামত দান করেন। বান্দা নেয়ামত গ্রহণ করার পর কী করবে? আল্লাহকে কি পাল্টা আরেকটা নেয়ামত দিবে? নাউযুবিল্লাহ! পাশের বাড়ি থেকে একবাটি কাঁঠাল পাঠিয়েছে! এখন বাটিটা কি খালি খালি ফেরত দেয়া যায়? কিছু একটা দেয়া লাগে না?
আল্লাহ আমাকে নেয়ামত দিয়েছেন, আমি কিভাবে খালি হাতে নেয়ামতটা গ্রহণ করি? আবু বাকরাহ রা. বলেছেন:
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا جَاءَهُ أَمْرُ سُرُورٍ أَوْ بُشِّرَ بِهِ خَرَّ سَاجِدًا شَاكِرًا للهِ
নবীজি সা.-এর কাছে যখনই কোনও আনন্দের সংবাদ আসতো অথবা তাকে কোনও সুসংবাদ দেয়া হতো, তিনি সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়তেন! (আবু দাউদ)।

বান্দার বাটি ফেরত দিতে টাকা খরচ করতে হয়, কিন্তু আল্লাহর রহমতের বাটি ফেরত দেয়াই লাগে না। শুধু একটা সিজদা ব্যস! আর হাঁ. সিজদায় কী পড়বো?
সাধারণ সিজদায় যা পড়ি? সুবহা-না রাব্বিয়াল আ‘লা! অথবা আলহামদুলিল্লাহ। অথবা আল্লাহুম্মাগফিরলী!
আল্লাহকে খুশি করা এত সহজ? শুধু একটা সিজদাতেই তিনি খুশি হবেন! তো আর দেরী কেন? প্রিয় রবের প্রতি ভালোবাসা থাকলেই শুধু এই সিজদা দেয়া সম্ভব! মহব্বতবিহীন কাঠখোট্টাদের জন্যে এই সিজদা নয়! তো হয়ে যাক না একটা পরীক্ষা:
আমি হাবীবুল্লাহ (আল্লাহর প্রিয়) হতে রাজি কি না!

তা ছাড়া ওজুও করতে হয় না! থাকলে ভাল, না হলে ওজু ছাড়াই কাজ হয়ে যাবে! আর সহজ করা সম্ভব?