৬৭তম পর্ব – একটি সুন্নাহকে বাঁচাবো বলে – সুন্নতী পাদুকা – শায়খ আতিক উল্লাহ


সুন্নতী পাদুকা

সুন্নতী পাদুকা আবার কেমন? যে পাদুকা মানে জুতো সুন্নত তরীকায় পরা হয়, সেটাই সুন্নতী পাদুকা! ইসলামের সাথে অন্য ধর্মের মূল পার্থক্য হলো: অন্যধর্মগুলো মতবাদনির্ভর ধর্ম আর ইসলাম মতবাদের পাশাপাশি কর্মনির্ভর ধর্ম। ইসলাম তার অনুসারীদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই পথ চলার পাথেয় যোগায়।
ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়েও ইসলাম সুনির্দিষ্ট নিদান দিয়েছে। জুতো পরা থেকে শুরু করে টুপি পরা পর্যন্ত প্রতিটি কাজের একটা মানদন্ড দিয়েছে। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেই আমাদের জন্যে আদর্শ রেখে গেছেন। আয়েশা রা. নবীজি আচরণ বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন:
يُعْجِبُهُ التَّيَمُّنُ، فِي تَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّ
-তিনি ‘ডান’ পছন্দ করতেন। জুতোপরা, মাথায় সিঁথি কাটা থেকে শুরু করে পবিত্রতা অর্জন, অর্থাৎ প্রতিটি কাজেই তিনি ডানদিককে প্রাধান্য দিতেন (বুখারী)।

অল্পকিছু ব্যতিক্রম ছাড়া, সবকাজেই নবীজি ডানদিককে আগে রাখতেন। সব ভালকাজই তিনি ‘ডান’ দিয়ে শুরু করতেন:
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُحِبُّ التَّيَامُنَ مَا اسْتَطَاعَ فِي طُهُورِهِ وَنَعْلِهِ وَتَرَجُّلِهِ
নবীজি যতোটা সম্ভব, ডানদিকনির্ভরতাকে পছন্দ করতেন। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, জুতো পরার ক্ষেত্রে, চুলে সিঁথি কাটার ক্ষেত্রে (নাসায়ী)।

নবীজি আরো বলেছেন:
إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِاليَمِينِ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ، لِيَكُنِ اليُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ
তোমরা যখন জুতো পরতে যাবে, ডানদিক থেকে শুরু করবে। আর যখন জুতো খুলতে যাবে, বামদিক থেকে শুরু করবে। যাতে ডানদিকটা প্রথম পরা হয়, আর (খোলার সময়) ডানদিকটা পরে খোলা হয়।

এটা ছিলো জুতো পরা ও খোলার সুন্নত। পরার সময় ডান’পা আগে। খোলার সময় বাম’পা আগে। অতি সহজ একটা সুন্নত। একটু খেয়াল করলেই আমরা সারাদিনে কতোবার এই সুন্নাতটা আদায় করার সৌভাগ্য অর্জন করতে পারি? হতে পারে, এই একটা সুন্নাতই আমার নাজাতের উসীলা হয়ে যেতে পারে। নবীজির শাফায়াত লাভের যরীয়াহ হয়ে যেতে পারে! জাহান্নাম থেকে বাঁচার শক্তিশালী একটা ‘অামলে’ পরিণত হতে পারে!