মুয়াবিয়া বিন ইয়াযিদ

মুয়াবিয়া বিন ইয়াযিদ বিন মুয়াবিয়া আবু আব্দুর রহমান,আবু ইয়াযিদ আবু ইয়লালা পিতার শাসনামলে উত্তরাধিকার মনোনীত হোন। ৬৪ হিজরীর রবিউল আউয়াল মাসে পিতার পর খিলাফতের তখতে আসীন হোন। তিনি যুবক ছিলেন। এ অসুখেই তিনি ইন্তেকাল করেন।

তিনি কোথাও সৈন্য বাহিনী পরিচালনা করেননি আর কোন শাসনকার্যও পরিচালনা করেননি এবং লোকদের নামাযও পড়াননি।

তার খিলাফত চল্লিশ দিন স্থায়ী হয়েছিল। কারো মতে দুই সপ্তাহ,আবার কারো মতে তিন মাস।

মৃত্যুর সময় তাকে পরবর্তী খলীফা মনোনীত করে যাওয়ার কথা বলা হলে তিনি বলেন, “আমি নিজেই যখন খিলাফতের স্বাদ গ্রহণ করতে পারলাম না, তখন তিক্ততা কেন ছড়াবো ?”