আল মুত্তাকী লিল্লাহ

আল মুত্তাকীলিল্লাহ আবু ইসহাক ইব্রাহীম বিন মুকতাদার বিন মুতাযদ বিন মুফিক তালহা বিন মুতাওয়াক্কিল তার ভাই রাযীর মৃত্যুর পর খিলাফতের তখতে আসীন হোন। সে সময় তা বয়স ৩৪ বছর। তার মায়ের নাম খুলুব, ভিন্ন মতে যহরা। তার মা বাঁদি ছিলেন। তিনি কথার খেলাফ করতেন না, বাঁদি ব্যবহার করতেন না। অনেক রোযা রাখতেন আর ইবাদাত করতেন। তিনি কখনোই শরাব স্পর্শ করেননি। তিনি বলতেন, কুরআন ছাড়া কোন ঐশী গ্রন্থ আমার প্রয়োজন নেই।

মুসলিম বিশ্বের রাজনীতি নিয়ে পূর্ব থেকে তিনি জড়িত থাকায় রাষ্ট্রীয় কার্যাদি সম্পাদনের দায়িত্ব ছিল আবু আবদুল্লাহ আহমদ বিন আলী আল কুফীর উপর। এ ক্ষেত্রে তিনি হলেন নামসর্বস্ব। তিনি যে বছর মসনদে আরোহণ করেন, সে বছর মদিনা শরীফের সবুজ গম্বুজ ভারী বর্ষণ আর বজ্রপাতের আওয়াজে ভেঙে যায়। এ গম্বুজকে বাগদাদের মুকুট মনে করা হতো। মূলত এটি খলীফা মানসুর নির্মাণ করেন। এ জন্য বনু আব্বাসের খলীফাদের কাছে এর একটি আলাদা গুরুত্ব ছিল। এ গম্বুজের উচ্চতা ৮০ গজ আর নিন্মাংশের দৈর্ঘ্যতা ২০ গজ। গম্বুজের উপরাংশে বর্শা হাতে এক অশ্বারোহীর ছবি অংকিত ছিল। এ ছবির বৈশিষ্ট্য হল, যে দিক থেকে শত্রুরা আক্রমণের জন্য আসতো, এ ছবির মুখ এমনিতেই সে দিকে ঘুরে যেতো।

এ বছর বুহকিম তুর্কি নিহত হওয়ায় তার স্থানে কুর্তগীনকে আমিরুল উমারা নিয়োগ করা হয়। মুত্তাকী বুহকিমের যে সম্পদ বাগদাদে ছিল, তা ক্রোক করে নেন। এর মূল্য দুই লাখ দিনারের বেশী।

এ বছর ইবনে রায়েক আক্রমণ করে। কুর্তগীন প্রতিহত করতে গিয়ে পরাজিত হয়ে লজ্জায় আত্মগোপন করলে ইবনে রায়েক তার সাথে আমিরুল উমারা হয়ে যায়।

৩৩০ হিজরিতে বাগদাদে চরম দুর্ভিক্ষ দেখা দিলে এক বস্তা গমের মূল্য দাঁড়ায় ৩১৬ দিনার। এ দুর্ভিক্ষে লোকেরা মৃত প্রাণী খায়। এর আগে বাগদাদে এমন দুর্ভিক্ষের প্রাদুর্ভাব কখনোই হয়নি।

এ বছর আবুল হাসান আলী বিন মুহাম্মাদ ইয়াযিদী হামলার মোকাবিলা করতে গিয়ে খলীফা মুত্তাকী আর ইবনে রায়েক পরাজিত হয়ে মৌসুলে চলে যান। ফলে বাগদাদ আর দারুল খুলাফা লুণ্ঠিত হয়। খলীফা তাক্রীয়ত শহর পৌঁছুলে সেখানে সাইফুদ্দৌলা আবুল হাসান আলী বিন আবদুল্লাহ বিন হামদান আর তার ভাই হাসানের সাথে সাক্ষাৎ হয়। ইবনে রায়েককে ধোঁকায় ফেলে হত্যা করা হয়। তার জায়গায় খলীফা হাসান বিন হামদানকে নাসিরুদ্দৌলা উপাধি দিয়ে সাইফুদ্দৌলা আর নাসিরুদ্দৌলা দুই ভাইকে নিয়ে খলীফা বাগদাদে রওনা করেন। খবর পেয়ে ইয়াযিদী ওসেত শহরে পালিয়ে যায়।

যিলকাদা মাসে ইয়াযিদী কর্তৃক বাগদাদ আক্রমণের সংবাদ ছড়িয়ে পড়লে জনগণের মাঝে ব্যস্ততা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাগদাদের অভিজাত লোকেরা চারিদিকে পালিয়ে যায়। খলীফা নাসিরুদ্দৌলাকে নিয়ে বাগদাদ থেকে বের হোন। ওদিকে সাইফুদ্দৌলা মাদায়েনের কাছে ইয়াযিদীর মোকাবেলা করেন। তীব্র লড়াই হয়। অবশেষে ইয়াযিদী পরাজিত হয়ে ওসেতে পালিয়ে যায়। সাইফুদ্দৌলা সেখান থেকেও তাকে বিতাড়িত করলে সে বসরায় গিয়ে অবস্থান করে।

৩৩১ হিজরিতে রোমানরা আরযান শহরে চড়াও হয়ে সেখানে গণহত্যা চালায়। আরযানের গির্জায় একটি রুমাল ছিল। এ রুমাল সম্পর্কে খ্রিস্টানদের আকিদা ছিল, ঈসা (আঃ) এ রুমাল দিয়ে নিজের পবিত্র চেহারা মুছেছিলেন। তাদের আবেদনের প্রেক্ষিতে এ শর্তে রুমালটি হস্তান্তর করা হয় যে, তারা সকল বন্দীকে মুক্তি দিবে।

এ বছর ওসেত-এ উমারা সাইফুদ্দৌলার উপর আক্রমণ চালায়। সাইফুদ্দৌলা প্রথমে বরীদ অঞ্চলে পালিয়ে যায়, এরপর বাগদাদে ফেরার ইচ্ছা করে। ভাইয়ের পলায়নে আতঙ্কিত হয়ে নাসিরদ্দৌলা মৌসুলে চলে যায়। ওদিকে তওযুন ওয়াসেতা থেকে বাগদাদে এলে সাইফুদ্দৌলা মউসুলে চলে যায়। তওযুন রমযান মাসে বাগদাদ আসে। মুত্তাকী তাকে আমিরুল উমারা খেতাব দেয়। কিছুদিন পর উভয়ের মধ্যে বনিবনা না হওায় তওযুন আবু জাফর বিন শিরযাদকে বাগদাদে ডেকে পাঠায়। সে ওয়াসেতা থেকে বাগদাদে পৌঁছুলে তারা দুইজন মিলে বাগদাদ পদানত করে। মুত্তাকী ইবনে হামদানের কাছে সাহায্য চেয়ে চিঠি লিখলে সে এক সুবিশাল বাহিনী নিয়ে এসে পড়ায় ইবনে শিরযাদ ভয় পেয়ে পালিয়ে যায়। মুত্তাকী পরিবারসহ তাকরীয়ত অঞ্চলে চলে যান। নাসিরুদ্দৌলা আরবী আর কুর্দিদের নিয়ে গঠিত সুশিক্ষিত এক বিশাল বাহিনী নিয়ে তরযুনের মোকাবেলায় রওয়ানা দেয়। আকবারা নামক স্থানে তুমুল যুদ্ধ শুরু হয়। ইবনে হামদুন প্রতিহত করতে না পেরে খলিফাকে নিয়ে মৌসুলে চলে যায়। পথিমধ্যে তওযুন আবার আক্রমণ করে। নাসীবীনদের কাছে তারা পরাজিত হয়। খলীফা অপারগ হয়ে মিসরের আমীর আখশাদের সাহায্য চেয়ে চিঠি লিখায় বনু হামদুন রেগে যায়। অবশেষে খলীফা তওযুনকে সন্ধি করার প্রস্তাব দিলে সে তা গ্রহণ করে আর সন্ধিপত্র সাক্ষরিত হয়।

একদিকে সন্ধির প্রক্রিয়া চলছে, অন্যদিকে মিসরের আমীর আখশাদ খলীফা নিজের সাহায্যার্থে যাকে আহবান করেছিলেন, তিনি মিসর থেকে আসার পথেই সন্ধির কথা জানোতে পারেন। অবশেষে তিনি রুকায় এসে খলীফার সাথে সাক্ষাৎ করে বললেন, “আমিরুল মুমিনীন, আমি আপনার গোলাম আর গোলামের পুত্র গোলাম, এ সন্ধি পরিত্যাজ্য, মর্মান্তিক ও বিশ্বাসঘাতকতার নমুনা হিসেবে সাক্ষরিত হয়ে চলেছে। আপনি আমার সাথে মিসরে চলুন, আপনার মঙ্গল হবে। আপনি সেখানে নিশ্চিন্ত মনে শাসনকার্য পরিচালনা করবেন।” কিন্তু তিনি শুনলেন না। আখশাদ মিসরে ফিরে গেলেন।

৩৩৩ হিজরির মুহাররম মাসের ৪ তারিখে মুত্তাকী রুকা থেকে বাগদাদে উদ্দেশ্যে যাত্রা করেন। তওযুন খলিফাকে সাগত জানাতে বাইরে আসে। আনবার ও হাইয়াব – মধ্যবর্তী স্থানে তাদের সাক্ষাৎ হয়। তওযুন ঘোড়া থেকে নেমে মাটি চুম্বন করে খলীফার বাহনের রেকাব নিজ হাতে নিয়ে চলতে থাকে। মুত্তাকী বারবার তাকে ঘোড়ায় চড়ার কথা বললেও সে তা মানলো না। এভাবে সে খলীফার জন্য স্থাপিত শিবির পর্যন্ত এলো। মুত্তাকী সেখানে আরাম করে বসলেন। তওযুন খলীফা আর ইবনে মুকালা – সে খলিফার সাথে ছিল, দুইজনকেই সে বন্দী করে খলীফার চোখ দুটো উপড়ে ফেলে তাকে বাগদাদে পৌঁছে দেয়। সেখানে তার আংটি, চাদর আর লাঠি ছিনিয়ে নেওয়া হয়।

এরপর তওযুন বাগদাদে এসে আবদুল্লাহ বিন মুকতাফীর কাছে খিলাফতের বাইয়াত করে আর তাকে মুসতাকফী বিল্লাহ লকব দেওয়া হয়। মুত্তাকী নিজেও ক্ষতবিক্ষত হয়ে তাকে বাইয়াত দেয়। এটি ৩৩৩ হিজরির মুহাররম মাসের বিশ তারিখে, ভিন্ন মতে সফর মাসের ঘটনা।

কাহির এ সংবাদ শুনে খুশী হয়ে এ কবিতাটি পাঠ করেন – “আমি আর ইব্রাহীম দুজনে অন্ধ আর বৃদ্ধ, দুই বৃদ্ধের জন্য একাকীত্বই শ্রেয়। তাওযুনের প্রাসাদ প্রতিষ্ঠিত আর সর্বদা সেনাপতিত্ব তার আনুগত্য করবে। আমরা দুজনে অন্ধ হয়েছি, আমাদের সাথে তৃতীয় জনের প্রয়োজন।” কিছুদিন পর মুসতাকফীও তাদের অন্তর্ভুক্ত হোন।

এরপর এক বছর না যেতেই তাওযুন ইন্তেকাল করে। সনদপার নিকটবর্তী এক দ্বীপে মুত্তাকীকে বন্দী রেখে ২৫ বছর পর ৩৫৭ হিজরির শাবান মাসে তিনি মুক্তি পান।

হামদী বিখ্যাত এক চোরের নাম। ইবনে শিরযাদ বাগদাদ দখলের পর সে হামদী চোরের সম্পদের উপর মাসিক পঁচিশ হাজার দিনার কর দন্ড আরোপ করে। এ লোকটি জ্যোৎস্না রাতে মশাল হাতে নির্দ্বিধায় মানুষের ঘরে প্রবেশ করে চুরিত করতো। ৩৩৩ হিজরিতে দায়লামী বাগদাদেড় দারোগা থাকা অবস্থায় সে তাকে ধরে এনে বেত্রাঘাত করে।

মুত্তাকীর যুগে যে সকল ওলামাগণ ইন্তেকাল করেন তারা হলেন – আবু ইয়াকুব নহরযুরী, খলীফা জুনাইদ বাগদাদী, কাযী আবদুল্লাহ মুহামলী, আবু বকর ফরগানী, হাফেজ আবুল আব্বাস বিন উকাদাহ, ইবনে ওলাদ প্রমুখ।