তারীখুল খুলাফা – জালালুদ্দীন সিয়ূতী
ইমাম জালালুদ্দীন সিয়ূতী (রহঃ) এর ভুমিকা - বিসমিল্লাহির রাহমানির রাহিম, (হামদ ও দুরুদের পর) আমি এ গ্রন্থে খুলাফাদের ইতিবৃত্ত তথা আমিরুল মুমিনীনদের জীবনচরিত লিপিবদ্ধ করেছি। হযরত আবু বকর (রাঃ) এর পূর্ণ খিলাফত থেকে আমার যুগের খলিফা পর্যন্ত সকল খুলাফায়ে ইসলামের বিবরণ স্থান পেয়েছে। তাদের শাসনামলের আশ্চর্যজনক ও বিস্ময়কর ঘটনাবলী, ওলামা ও আইম্মায়ে কেরামগনের তত্ত্বে সমৃদ্ধশালী এ ভাণ্ডারটি ব্যাপক চাহিদার কারনে প্রনয়ন করা হয়েছে। আমি অনেক বিষয়ে কলম চালিয়েছি, এ বিষয়েও অনেক গ্রন্থাদি প্রনিত হয়েছে – যেগুলো সংশ্লিষ্ট বিষয়ের জন্য যথেষ্ট। তবে সেগুলো বিশদ বিবরণ ও অসংখ্য তত্ত্বের ভারে ন্যুব্জ। ফলে জাতির অফুরন্ত আগ্রহ মেটানোর প্রয়োজনে অতি সংক্ষেপে বইটি রচনা করেছি। যারা ফিতনা-ফাসাদের মাধ্যমে খিলাফত দাবি করেছে, এ গ্রন্থে তাদের বিবরণ পেশ করিনি। অনেক উলবী, আব্বাসী, উবায়দীদের নাম আমি বাদ দিয়েছি, অথচ তারা খিলাফতের দাবি করেছিলো; কারন তাদের নেতৃত্ব বৈধ ছিল না। তারা কুরাইশও নয়, আওয়ামরা তাদের ফাতেমী বলতো। তাদের দাদা ছিল অগ্নিপূজক। তারা ইসলাম বহির্ভূত লোক ছিল। তাদের মধ্যে কেউ কেউ নবী-রসুলদের গালি দিতো। তারা মদপান, যিনা ও নিজেকে সিজদা করা বৈধ ঘোষণা করেছিলো। তাদের কাছে শিয়া মতবাদ প্রাধান্য পেয়েছিলো। যাহাবি বলেন, তাতারিদের চেয়েও উবায়দীদের ফিতনা ছিল জঘন্য। তাই তার খলিফা নয়। তাদের খিলাফত, ইমামত ও বাইয়াত বৈধ ছিল না।
তারীখুল খুলাফা – খলীফাদের ইতিহাস প্রবন্ধ সূচি
আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু
উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু
আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু
হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু
মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু
আব্দুল্লাহ বিন যুবায়ের রাদিয়াল্লাহু আনহু
ইয়াযিদ বিন আব্দুল মালিক বিন মারওয়ান
ওলীদ বিন ইয়াযিদ বিন আব্দুল মালিক
ইবরাহীম বিন ওলীদ বিন আব্দুল মালিক
সাফফাহঃ বনু আব্বাসের প্রথম খলীফা
আল মামুন আব্দুল্লাহ আবুল আব্বাস
আল হাকিম বি আমরিল্লাহ আবুল আব্বাস
আল হাকিম বি আমরিল্লাহ আবুল আব্বাস
আল মুতাওয়াক্কিল আলাল্লাহ আবু আবদুল্লাহ
আল কায়িম বি আমরিল্লাহ আবুল বাকা
আল মুসতানজিদ বিল্লাহ আবুল মুহাসিন
সম্পাদনায়ঃ thegreatestnation
শেয়ার করুনঃ
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to print (Opens in new window)